অবৈধভাবে বালি তোলাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা : ঘটনাস্থলে পুলিশ

2nd October 2020 2:30 pm বাঁকুড়া
অবৈধভাবে বালি তোলাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা : ঘটনাস্থলে পুলিশ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  দামোদর নদ থেকে অবৈধভাবে বালি তোলা কে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁকুড়া জেলার সোনামুখী থানার ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি কেনেটি মানা গ্ৰামে ।  সরকারিভাবে নদী থেকে বালি তোলার পারমিশন দেয়নি এখনো তবুও একশ্রেণীর বালি মাফিয়ারা দিনের-পর-দিন দামোদর নদ থেকে বালি উত্তোলন করছে নির্বিকার প্রশাসন Iএদিন সকালে সোনামুখী থানার ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটির কাছে দামোদর নদের বুক থেকে একশ্রেণীর বালি মাফিয়ারা অবাধে বালি উত্তোলন করেছিল কয়েকটি ট্রাক্টর করে ঠিক তখনই গ্রামবাসীরা যে এক চালককে মারধর করে এবং খবর দেওয়া হয় BLRO অফিসে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে সোনামুখী থানার পুলিশ নিয়ে উপস্থিত হন সোনামুখীর BLRO অফিসার এবং ট্রাক তিনটিকে আটক করে সোনামুখী থানায় নিয়ে আসা হয় I স্থানীয় বাসিন্দাদের দাবি গ্রাম থেকে মাত্র কয়েক শ মিটার দূরে দামোদর নদ বয়ে গেছে । এইভাবে দামোদরের বুক থেকে বালি উত্তোলন করতে থাকলে কোন দিন দামোদর নদী গর্ভে বিলীন হয়ে যাবে তাদের গ্রাম যে কারনেই আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে বউ ছেলে মেয়ে নিয়ে I বারংবার BLRO অফিস এবং বিডিও অফিসে জানানো হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এই বেআইনি ভাবে দামোদর নদী থেকে বালি উত্তোলন করা যাবে না । 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।